নোটিশ
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সম্মানিত সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ২০ অক্টোবর, ২০২৪ (সম্ভাব্য) হতে “Training of Trainers (ToT) for the Architecture Course of the B-TopSE (Bangladesh-TopSE, Be a Top Software Engineer) Program by JICA-BCC-BASIS TCP” আয়োজিত হতে যাচ্ছে। উক্ত প্রোগ্রামে অংশগ্রহণের জন্য JICA Expert (Chief Advisor) কর্তৃক বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সদস্যদের থেকে ২ জন সদস্য বা Representatives মনোনয়ন চেয়ে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি’কে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠির আলোকে ২ জন Representatives মনোনয়নের লক্ষ্যে নিম্নলিখিত বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন সদস্যদের থেকে হালনাগাদ Curriculum Vitae আহ্বান করা যাচ্ছে।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (BCS) এর সদস্য হিসেবে আপনি যদি নিজেকে উপরোক্ত প্রোগ্রামের জন্য উপযুক্ত মনে করেন, তাহলে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/K1M5LcpYv7fB4i286) আপনার হালনাগাদ CV আপলোড করার জন্য অনুরোধ জানানো হলো।
পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০০ ঘটিকায় CV দাখিলকারী সদস্যদের নিয়ে ৯০ মিনিটের আয়োজক কর্তৃক নির্ধারিত একটি Online Assessment অনুষ্ঠিত হবে। Assessment ফলাফলের উপর ভিত্তি করেই ২জন Representative-কে মনোনয়ন প্রদান করা হবে।
ধন্যবাদান্তে,
এলিন ববী
সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি