01 Oct, 2023

বিসিএস মেম্বার লগইন এবং ডিসকাউন্ট ইনফরমেশন।

সম্মানিত সদস্যবৃন্দ

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ০৪-০৮-২০২৩ ইং তারিখে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর সম্পূর্ণ ডায়নামিক এবং যুগোপযোগী একটি ওয়েবসাইট (www.bcsbd.org.bd) উদ্ভোধন করা হয়েছে। এখন থেকে ওয়েবসাইটের মাধ্যমে নিম্নোক্ত সেবা সমূহ গ্রহণ করা যাবে :

১. মেম্বারশীপের জন্য  অনলাইনে আবেদন।
২. মেম্বারশীপ আপগ্রেড।
৩. মেম্বারশীপ ভ্যালিডিটি রিনিউ।
৪. ব্যাক্তিগত তথ্য আপডেট।
৫. ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড ডাউনলোড।


ওয়েবসাইটের মাধ্যমে সদস্যদের ট্রেনিং, সেমিনার, চাকরির তথ্য, ইন্টার্নশিপ সহ আরো কিছু সুবিধা ইনকর্পোরেট করার কাজ চলমান রয়েছে। এক্ষেত্রে বিসিএস কে একটি পেপারলেস ডিজিটাল অর্গানাইজেশনে রূপান্তর করার জন্য আপনাদের দিক নির্দেশনা/মতামত একান্ত কাম্য।

বিসিএস এর নতুন ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে এক্সিকিউটিভ এবং কাউন্সিল কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ নভেম্বর ২০২৩ ইং পর্যন্ত মেম্বারশীপের সকল ফি এর উপরে ২০% ডিসকাউন্টের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

------বিশেষ নির্দেশনা -----
১. ওয়েবসাইট লগইন করে সকল সুবিধা গ্রহণ করা যাবে।`
২. প্রথমবার ওয়েবসাইটে  লগইন করার জন্য Forgot your password এ ক্লিক করে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।
৩. ওয়েবসাইটে  লগইন করার জন্য মেম্বারশিপ আইডি (Format: AM00123, M00023, F00121), ইমেইল, মোবাইল (Format: 01711234567) প্রয়োজন হবে।
৪. মেম্বারশিপ আইডি ভুলে গেলে ওয়েবসাইটের Membership -> Member List -> Advance Search এ গিয়ে মেম্বারশিপ আইডি বের করা যাবে।
৫. অতীতে তথ্যে দেয়া ইমেইল এবং মোবাইল ভুলে গেলে, না দিয়ে থাকলে  অথবা যে কোনো সহযোগিতার জন্য অফিসের নাম্বারে যোগাযোগ করতে হবে। (অফিসের মোবাইল : 01753827949, 01836794381)
৬. সোসাইটির সকল তথ্য সম্পর্কে আপডেট থাকার জন্য ওয়েবসাইট ভিজিট এবং সোসাইটির অফিসিয়াল নিম্নোক্ত পেজে লাইক ও গ্রুপে জয়েন করার জন্য বিনীত অনুরোধ করা হলো।  

BCS Website: www.bcsbd.org.bd
BCS Facebook Page: https://www.facebook.com/BangladeshComputerSociety
BCS Facebook Group: https://www.facebook.com/groups/bcs1979
BCS WhatsApp Group: https://chat.whatsapp.com/EnCYVpB9U9pDAd9VOpbKcH



ধন্যবাদন্তে,

আবদুর রহমান খান জিহাদ
সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি
Mobile: 01711152240
Email: jehadbd@gmail.com